27 special acts of Ramadan
27 special acts of Ramadan

রমাদান মাসের ২৭ টি স্পেশাল আমল- – 27 special acts of Ramadan

রমাদান মাসের ২৭ টি স্পেশাল আমল- 27 special acts of Ramadan

*২৭ টি আমল হলো:
১) রমাদানের চাঁদ দেখা।
২) রমাদানের রোজা রাখা।
৩) তারাবিহর নামাজ পড়া।
৪) সাহরী খাওয়া।
৫)দেরি করে সাহরি খাওয়া।
৬) ইফতার করা।
৭) ইফতার তাড়াতাড়ি করা।
৮) ইফতারের সময় দুআ করা।
৯) ইফতার ও সাহরিতে খেজুর খাওয়া।
১০) রোজা অবস্থায় দুআ করতে থাকা।
১১) সকল প্রকার গোনাহ বর্জন করা।
১২) ঝগড়া পরিহার করা।
১৩) মিথ্যা ত্যাগ করা।
১৪) বেশি বেশি ভালো কাজ করা।
১৫) বেশি বেশি ইস্তেগফার করা।
১৬) মিসওয়াক করা।
১৭) উমরা করা।
১৮) তাহাজ্জুদ পড়া ও দুআ করা।
১৯) রোজাদারকে ইফতার করানো।
২০) বেশি বেশি সাদাকা করা।
২১) শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করা।
২২) শেষ দশকে লাইলাতুল ক্বদর তালাশ করা।
২৩) রমজানের শেষ দশকে লাইলাতুল ক্বদরের দুআ করা।
২৪) সদকাতুল ফিতর আদায় করা।
২৫) কুরআন তেলাওয়াত বেশি বেশি করা।
২৬) অন্যকে কুরআন শুনানো।
২৭) ইতেক্বাফ করা।

About healthcaremed

Check Also

5 uses of lemon in cosmetics – রূপচর্চায় লেবুর ৫টি ব্যবহার

রূপচর্চায় লেবুর ৫টি ব্যবহার ওজন কমানো থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *