3 packs made at home for nail care

নখের যত্নে ঘরে তৈরি ৩ প্যাক – 3 packs made at home for nail care

3 packs made at home for nail care – নখের যত্নে ঘরে তৈরি ৩টি প্যাক

শুষ্ক এবং ভঙ্গুর নখের যত্নের জন্য আপনি হোম প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকগুলো লাগালে নখ দ্রুত বড় হবে।
One : ১ টেবিল চামচ কলার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধের সর মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ মিনিট নখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
3 packs made at home for nail care
Two : মাখনের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নখে লাগান। সুতির গ্লাভস পরে নিন হাতে। ২০ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Three : ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ রসুন কুচি একসঙ্গে মিশিয়ে নিন একটি বাটিতে। নখ ভিজিয়ে রাখুন এতে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

About Health Care Medicine

Check Also

Potato Pack

Potato pack will take care of all skin types: সব ধরনের ত্বকের যত্ন নেবে আলুর প্যাক

সব ধরনের ত্বকের যত্ন নেবে আলুর প্যাক ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে নিয়মিত ব্যবহার করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *