3 packs made at home for nail care – নখের যত্নে ঘরে তৈরি ৩টি প্যাক
শুষ্ক এবং ভঙ্গুর নখের যত্নের জন্য আপনি হোম প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকগুলো লাগালে নখ দ্রুত বড় হবে।
One : ১ টেবিল চামচ কলার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধের সর মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ মিনিট নখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
Two : মাখনের সঙ্গে নারকেল তেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নখে লাগান। সুতির গ্লাভস পরে নিন হাতে। ২০ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Three : ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ রসুন কুচি একসঙ্গে মিশিয়ে নিন একটি বাটিতে। নখ ভিজিয়ে রাখুন এতে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।