Bleeding from the gums of the teeth? Find out what to do
দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের বেশির ভাগ ক্ষেত্রে কারণটা হলো মাড়ির প্রদাহ। দাঁতে প্লাক বা দন্তমল জমা হওয়ার কারণে মাড়িতে প্রদাহ হয়। এটাকে বলা হয় জিনজিভাইটিস। এ সমস্যায় পরবর্তী সময়ে দাঁত ও চোয়ালের হাড়ও আক্রান্ত হয়।
সেই সমস্যাকে বলে পেরিওডন্টাইটিজ। অন্য যেসব কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেগুলো হলো – যেসব কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়েঃ
১. খুব শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা
২. কৃত্রিম দাঁত ঠিকমতো ফিট না করা
৩. অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন
৪. রক্তের নানা রকম রোগ (যেমন লিউকেমিয়া)
৫. ডেঙ্গুজ্বরের মতো সংক্রমণ, যকৃতের সমস্যা ইত্যাদি
৬. ভিটামিন ‘কে’-এর অভাব, স্কার্ভি হলে
যা করণীয়ঃ
১. দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হলে এক তুলা দিয়ে বরফ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে মাড়ির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন। একটু পর রক্ত পড়া বন্ধ হবে
২. বেশি রক্তক্ষরণ অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন আপাতত বন্ধ রাখা যেতে পারে।
৩. লবণ-পানি দিয়ে মুখ কুলি করতে পারেন। দাঁত পরিষ্কার সুতা (ফ্লস) ব্যবহার করুন নরম টুথব্রাশ ব্যবহার করুন।
৪. ছয় মাস পরপর দন্ত চিকিৎসকের সঙ্গে দেখা করুন।
৫. তামাক ও জর্দা পরিহার করুন
৬.নিয়মিত পেয়ারা, আমলকী, জাম্বুরা, কলা, কমলা, কামরাঙা ইত্যাদি ফল, পালংশাক, পুঁইশাকসহ লাল-সবুজ-হলুদ শাকসবজি এবং সালাদ নিয়মিত খেলে ভিটামিনের অভাব হবে না
৭. মাড়ি থেকে অতিরিক্ত ও বারবার রক্তক্ষরণ এবং সঙ্গে অন্যান্য গুরুতর উপসর্গ (যেমন জ্বর, ওজন হ্রাস ও শরীরে অন্যান্য জায়গা থেকে রক্তক্ষরণ) হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
একটু যত্ন নিলেই দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আর থাকবে না।
I am genuinely thankful to the holder of this web page who has shared this great article at here.