How many hours of fasting in any country of the world

How many hours of fasting in any country of the world – বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

রোজা সম্পর্কিত কোরআনের আয়াত :

১। হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।
— (আল-বাকারাহ্ঃ ১৮৩)

How many hours of fasting in any country of the worldবিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা ?

আরবি পঞ্জিকা অনুসারে আগামী ৩ অথবা ৪ এপ্রিল ২০২২ শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিন থেকে মাসব্যাপী রোজা রাখবেন বিশ্বের কোটি কোটি মুসলিম।

পবিত্র এ মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা। এরইমধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এবছর রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২১ ঘণ্টা।

তবে, অবস্থানের ভিত্তিতে বিভিন্ন দেশে রোজা পালনের সময় পরিবর্তন হয়।

সেই হিসেবে ১১ থেকে ১২ ঘণ্টা যে দেশগুলোতে রোজা পালন হবে তার মধ্যে আছে নিউজিল্যান্ড, চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়ে।

আর সবচেয়ে বেশি সময় পানাহার থেকে বিরত থাকতে হবে যে স্থানগুলোতে তার মধ্যে আছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও স্কটল্যান্ড।

এছাড়াও এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সূর্য না ডোবায় নরওয়েতে মক্কার সময় অনুযায়ী রোজা পালন করবে সেখানকার মুসলিমরা।

মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোতে এবছর রোজা পালন হবে ১৪ থেকে ১৫ ঘণ্টা। এই তালিকাতে আছে বাংলাদেশও।

হিজরি পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর আগের বছরের ১০ বা ১১ দিন আগে শুরু হয় রমজান।

রোজার ফজিলত:

এ মাসের আমলের দ্বারা উন্নতি লাভ হয়; পূর্ণতা ফল লাভ হয়; নেকির পাল্লা ভারী হয়; গৌরব অর্জন হয় ও সাফল্য আসে; ফলপ্রার্থী আল্লাহর কাছে হস্ত সম্প্রসারিত করে প্রার্থনা করে; পূর্ণ মাস রোজা পালনের পর আরও কয়েকটি রোজা রাখে; প্রাপ্তির আনন্দে বিভোর হয়; ফরজ রোজা পালন শেষে নফল রোজার প্রতি মনোনিবেশ করে।

About Health Care Medicine

Check Also

We know the terrible consequences of drugs

মাদকের ভয়াবহ পরিণতির কথা আমরা জানি – We know the terrible consequences of drugs

মাদকের ভয়াবহ পরিণতির কথা আমরা জানি। কিন্তু একবার মাদকাসক্ত হয়ে গেলে সেখান খেকে ফিরে আসাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *