covid-19 Booster dose

যেভাবে পাওয়া যাবে বুস্টার ডোজ – How to get booster dose

দেশের ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন, তাঁরা করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ আগে পাবেন। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে যাঁরা দ্বিতীয় ডোজ ছয় মাস আগে নিয়েছেন, তাঁরা আগে বুস্টার ডোজ পাবেন। বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না।

covid-19 Booster doseআইসিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। যাঁরা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তাঁরা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, এ ডোজ দেওয়ার জন্য সুরক্ষা সাইট ও অ্যাপ প্রস্তুত। এখন স্বাস্থ্য বিভাগ তাদের সক্ষমতা অনুযায়ী টিকা দেবে।

স্বাস্থ্য বিভাগ ১৯ ডিসেম্বর একজন স্বাস্থ্যকর্মীকে দেওয়ার মাধ্যমে বুস্টার ডোজের কার্যক্রম শুরু করে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

সূত্র প্রথম আলো

About Health Care Medicine

Check Also

ত্রিফলার উপকারিতা ও স্বাস্থ্যগুন

ত্রিফলার উপকারিতা ও স্বাস্থ্যগুন ১। ক্যান্সার প্রতিরোধক : ২০১৫ সালে ক্যান্সার সেলের গ্রোথ এবং তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *