There is a wonderful diet therapy – থেরাপী নামে একটা চমৎকার ডায়েট থেরাপি আছে

DOS ( Doctrine of Signatures ) থেরাপী নামে একটা চমৎকার ডায়েট থেরাপি আছে । রোগ প্রতিরোধ ব্যাবস্থার জন্য এর ডায়েট থেরাপি পৃথিবীর অনেক দেশের মানুষ ফলো করে থাকেন ।

এ ডায়েট থেরাপির মুল কথা হলো যে অর্গানের / অংগের মত দেখতে যে হার্বস সেই হার্বস সেই অংগের/অর্গানের রোগ প্রতিরোধ করে ও ঐ অর্গানের কার্যক্ষমতা বৃদ্ধি করে !

অনেকের কাছেই বিষটা নতুন , বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। অথচ , পৃথিবীর অনেক উন্নত দেশেই এমন কিছু কমিউনিটি আছে যারা DOS থেরাপীর চর্চা করে ।

আসুন কিছু উদাহরণ দেই:
★ ডালিমের রস রক্তের মত , তাই রক্ত বৃদ্ধিতে ডালিমের রস উপকারী ,
★ নিমপাতা দেখতে প্যানক্রিয়াস / অগ্নাশয়ের মত ( এই অংগ ইনসুলিন তৈরি করে ) তাই নিমপাতা প্যানক্রিয়াসের কাজ বৃদ্ধি করে ও সুস্থ্য রাখে ।
★ রসুন দেখতে হার্টের মতো তাই রসুন হার্টের জন্য উপকারী ,
★ কলা , গাজর দেখতে পুরুষের পেনিসের মত এই সবজি পেনিসের জন্য উপকারী , এই পদ্ধতিকে সাদৃশ্য তত্ত্ব ও বলে !

আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মত কি কি খাবার আছে তার কিছু উদাহরণ নিচে দেওয়া আছে :

★ ব্রেইন = নারিকেল , সুপারি , থানকুনি পাতা , তালের শাস , বাদাম , জিংগোবাইলোবা ইত্যাদি
★ চোখ = কালোজিরা , গাজর ( চাক চাক করে কাটলে চোখের মতো লাগে ), আনারস ( চাক চাক করে কাটলে চোখের মতো লাগে ), কাগজি বাদাম , পিয়াজ ( চাক চাক করে কাটলে চোখের মতো লাগে ), আই ব্রাইট ফুল ইত্যাদি
★ মেরুদন্ড = বরবটি , মটরশুটি , সাজনা ইত্যাদি
★ লিভার = কালোমেঘ পাতা , আলু বোখারা , মনাক্কা , খোরমা খেজুর , ভুঁই আমলা ইত্যাদি
★ স্ত্রী জননাংগ = জৈন , মেথি , গম , এলাচি ,অপরাজিতা ইত্যাদি
★ ডিম্বাশয় = ডিম , জলপাই , ইত্যাদি
★ জরায়ু ( গর্ভাশয় ) = এভোকাডো , ওলট কম্বল , সুপারি , নাশ্পতি , আপেল ইত্যাদি
★ গর্ভফুল = মরিয়ম ফুল ইত্যাদি
★ কিডনি = আম , গ্যানোডারমা মাশরুম , থানকুনি পাতা ইত্যাদি ।
★ ফুসফুস = আংগুর , বাসক , তুলসী ইত্যাদি
★ কান= ওয়েস্টার মাসরুম , গ্যানোডারমা মাশরুম , শামুক , কানদুলি ফুল ইত্যাদি
★ হাড় ও হাটু = হালাল প্রানীর হাড় ও হাটু , সাজনা , ঘৃতকুমারী , সেলারি অর্জুন ছাল ইত্যাদি

DOS থেরাপীকে আমরা একধরনের ডায়েট থেরাপিও বলতে পারি । রোগ হলে ওষুধ খাওয়ার সাথে সাথে বা সাধারন চিকিৎসা নেওয়ার সাথে সাথে এই থেরাপ ফলো করা যায় ।

তবে যারা এই থেরাপি ফলো করেন তাদের মত অনুসারে , DOS থেরাপীর মুলনীতি হলো রোগ হওয়ার আগে এই থেরাপী রোগ হওয়াকে ঠেকিয়ে রাখতে পারে ।

এতক্ষণ যা বললাম তা আমার বানানো বা নিজের কোন কথা না , পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ এই থেরাপি ফলো করে থাকেন ।

আপনার সকল প্রশ্নের উত্তর জানতে , কৌতূহল নিবারনের জন্য ও আরো বিস্তারিত তথ্য জানতে DOS ( Doctrine of Signatures ) লিখে Google এ সার্চ দিতে পারেন ।

Dr . Md Faizul Huq

About Health Care Medicine

Check Also

Breathe the right way

Breathe the right way – সঠিক উপায়ে শ্বাস নিন

Breathe the right way সঠিক উপায়ে শ্বাস নিন সঠিক উপায়ে শ্বাস নিলে দেহের কোষগুলো প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *