What is test tube baby? – টেস্ট টিউব বেবি কী?
বর্তমানে কিছু কিছু চিকিৎসকরা বন্ধ্যত্বের সমস্যা দূর করতে টেস্ট টিউব বেবির পরামর্শ দিয়ে থাকেন।
পরামর্শ দিয়েছেন :
ডা. ফারজানা রহমান ডালিয়া
গাইনি ও অবস বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রশ্ন : টেস্ট টিউব বেবি বিষয়টি আসলে কী?
উত্তর : আমাদের সকলেরই কাম্যহল স্বাভাবিক গর্ভাবস্থা এবং তা সবার ক্ষেত্রে হচ্ছেও, এটাই তো স্বাভাবিক। যখন স্বাভাবিক গর্ভাবস্থা হয় না, আমরা তখন বন্ধ্যত্ব রোধের বিভিন্ন প্রক্রিয়ায় যাচ্ছি। সবশেষে যাচ্ছি, টেস্ট টিউব বেবিতে। অনেকে মনে করেন, টেস্ট টিউব বেবি কি টেস্ট টিউবে হয় কি না? না, সেটা একেবারেই নয়। টেস্ট টিউব বেবির জন্য মায়ের ডিম্বাশয় থেকে ডিমটি নিয়ে, বাবার শুক্রাণুটিকে প্রক্রিয়া করে বাইরে প্রক্রিয়া করে মায়ের জরায়ুতে আবার প্রতিস্থাপন করে দিচ্ছি। প্রাথমিক পর্যায়ে কিছু জিনিস আমরা নিজের হাতে বাইরে করে দিচ্ছি। সে ক্ষেত্রে প্রথম দিকে যে বাধাগুলো থাকে সেগুলো আর থাকে না। এর পর মায়ের জরায়ুতে গিয়ে বাচ্চাটা সুন্দর করে বড় হতে পারে।
প্রশ্ন : এ পদ্ধতিতে কি কোনো জটিলতা আছে?
উত্তর : শিশুটির ক্ষেত্রে কোনো জটিলতা সে রকমভাবে পাওয়া যায়নি। তবে প্রথম দিকে অনেক সময় দেখা যায়, অ্যাবোশন হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, যমজ বাচ্চা হতে পারে। যমজ না হলেও তিন-চারটি শিশু হতে পারে। অনেক সময় তো কিছু ইনজেকশন দেওয়া হয়ে থাকে। সেগুলোর প্রভাব মায়ের শরীরে হতে পারে।
এখন পর্যন্ত আসলে শিশুর ক্ষেত্রে খারাপ কিছু হচ্ছে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি।