What to do to get beautiful and clean shiny nails.
লাইফস্টাইল ডেস্ক : ঘরের কাজ, খাওয়ার সময় বা বাইরের ধুলা ময়লায় আমাদের নখের ঝকঝকে ভাবটা কমে যায়। অনেক সময় দেখা দেয় হলদেটে দাগ। আর অযত্নে এগুলো মোটামুটি স্থায়ী হয়ে যায়।
নিয়মিত পার্লারে গিয়ে বা ঘরে মেনিকিউর করা হয়ে ওঠেনা, অথচ সুন্দর-পরিষ্কার ঝকঝকে নখ চান? বেশ তো, পেয়ে যাবেন পছন্দের নখ। তাও আবার খুব সহজে, মাত্র ২-৩ মিনিটের মধ্যেই।
কীভাবে, জেনে নিন : যদি বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে নিন৷ এই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে কিছুক্ষণ নখ ঘষে নিন৷ তারপর আরও কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন৷
নখের হলুদ ছোপ তুলে ফেলার আরও একটি ভালো উপায় হলো টুথপেস্ট৷ বিশেষ করে জেল টুথপেস্ট৷ টুথব্রাশ ভিজিয়ে নিয়ে টুথপেস্ট লাগিয়ে ১-২ মিনিট নখ ঘষে নিন৷ পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন।