winter food for health

Winter food: শীতে নিজেকে গরম রাখতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

Keep these 5 foods in your diet to keep yourself warm in winter: শীতে নিজেকে গরম রাখতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ খাবার

হাড় কাঁপানো শীতে নাজেহাল দশা মানুষের। শীতকালে ঠান্ডায় অনেকেই কষ্ট পান। শীতে ঠান্ডায় অনেকেরই খেতেও ইচ্ছা করেনা। এই শীত কালেই বেশ কিছু খাবার রয়েছে যা খেলে শরীরের গড় উষ্ণতা বজায় রাখতে সাহায্য করবে।

তিল এবং খেজুর গুড়

তিল এবং খেজুর গুড় খেলে শরীর গরম থাকে বলে। শীতে শরীরের গড় উষ্ণতা বজায় রাখার জন্য রয়েছে বেশ কিছু খাবার। অনেকেই গুড় খান উষ্ণতা বজায় রাখতে।

জল

শীতে প্রচুর পরিমাণ জল খাওয়া প্রয়োজন, যা শরীরের গড় উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে।

মিষ্টি আলু বা রাঙা আলু

মিষ্টি আলু বা রাঙা আলু পরিপাক হয় কিছুটা ধীর গতিতে। এই ধরনের খাবার তাই শরীরকে উষ্ণতা রাখতে সাহায্য করে।

আদা

আদা হজমে তো সাহায্য করেই এছাড়াও এর রয়েছে অনেক গুণ। শীতে আদা চা খেতে পারেন।

পাঁঠার মাংস

পাঁঠার মাংস খেতে পারেন। এতে প্রচুর আয়রন থাকে এবং এই মাংস শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে।

ওটস

শীতের সকালে খেতে পারেন ওটস। ওটসও শরীরের উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে।

About Health Care Medicine

Check Also

রোগ প্রতিরোধ ত্রিফলা

রোগ প্রতিরোধ ত্রিফলা – Disease Prevention Triphala রোগ প্রতিরোধ , বলবৃদ্ধি, অকালবার্ধক্য রোধ , দেহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *